New Update
/anm-bengali/media/media_files/utkXBf3rbr8fanR9ke1G.jpg)
আইআইটি খড়গপুরের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানের পর তিনি আইআইটি ক্যাম্পাসটি ঘুরে দেখেন। সেখান থেকে তিনি খড়গপুর আইআইটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপারস্পেশালিটি হাসপাতালে যান।