New Update
/anm-bengali/media/media_files/2025/07/03/whatsapp-image-2025-07-03-at-2025-07-03-11-30-48.jpeg)
UKHRA
নিজস্ব সংবাদদাতা - কয়েকদিন আগে অন্ডালের উখড়ার চার নম্বর এলাকা থেকে চুরি গিয়েছিল বেশ কয়েকটি ছাগল। এরপর ছাগল চুরির অভিযোগ জমা পড়ে অন্ডাল থানার উখড়া ফাঁড়িতে। অভিযোগ পাওয়ার পরেই উখড়া ফাঁড়ির পুলিশ, ছাগল চুরির সাথে যুক্ত চোরের সন্ধানে তদন্ত শুরু করে। এরপর সূত্র মারফত খবর পেয়ে উখড়া ফাঁড়ির পুলিশ মঙ্গলবার এই ছাগল চুরির ঘটনায়, কলকাতার বাসিন্দা গোলাম মহম্মদ নামের এক ব্যক্তিকে মলানদিঘি এলাকা থেকে আটক করে। পরে তাকে গ্রেপ্তারও কড়া হয় ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/03/whatsapp-image-2025-07-03-at-2025-07-03-11-31-02.jpeg)
এরপর তাকে সেদিনই তোলা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । আদালত ধৃত চোরের একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলে ধৃতকে ফের দুর্গাপুর আদালতে তোলে উখড়া ফাঁড়ির পুলিশ। ধৃতর কাছ থেকে চুরি যাওয়া দুটি ছাগল উদ্ধার হয়। পুলিশের এই তৎপরতায় খুশি অভিযোগকারী।