/anm-bengali/media/media_files/2025/02/07/Wn1Fwu6cl073BRsT42tC.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের আলোচনায় উঠে এল ‘অপরাজিতা বিল’। বিধানসভা থেকে পাস হওয়ার এক বছরেরও বেশি সময় কেটে গেলেও এখনও পর্যন্ত রাষ্ট্রপতির স্বাক্ষর না মেলায় কার্যকর হয়নি এই গুরুত্বপূর্ণ বিল। তৃণমূল শিবিরের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিলটি ‘হিমঘরে’ পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। শনিবার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের আবহে সেই বিলের কথাই স্মরণ করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রাতে দুর্গাপুরে ঘটে ভয়াবহ ঘটনা। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়ে পড়েন। অভিযোগ, মাঝরাস্তায় একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। সহপাঠী পালিয়ে গেলে নির্যাতিতাকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের জঙ্গলে, যেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। বর্তমানে নির্যাতিতা হাসপাতালে ভর্তি। অভিযুক্তরা এখনও অধরা। পুলিশ সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এই ভয়াবহ ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “এই ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে কড়া আইন প্রয়োজন। কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেই দায়িত্ব নিতে নারাজ। ‘অপরাজিতা বিল’ বিধানসভা থেকে পাস হওয়ার এক বছরেরও বেশি সময় কেটে গেলেও রাষ্ট্রপতির অনুমোদন দেওয়া হয়নি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়?”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061381.jpg)
অভিষেকের মতে, বিজেপি সরকার নারীর সুরক্ষার কথা মুখে বললেও বাস্তবে কোনও উদ্যোগ নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, “সংস্কারের কথা ভুলে গিয়েছে বিজেপি। মুখে নারী সুরক্ষার বুলি, কাজে সম্পূর্ণ উদাসীনতা”।
উল্লেখ্য, ‘অপরাজিতা বিল’ মূলত চিকিৎসা, শিক্ষা ও কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রাখে। ২০২৩ সালে রাজ্য বিধানসভায় বিলটি সর্বসম্মতভাবে পাস হলেও, কেন্দ্রের অনুমোদন না পাওয়ায় তা এখনও আইনে রূপ পায়নি।
এদিকে, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে রাজ্য পুলিশ জানিয়েছে, “জিরো টলারেন্স নীতি”-তেই বিশ্বাসী তারা। মেয়েদের বিরুদ্ধে কোনও অপরাধ সহ্য করা হবে না। একই সঙ্গে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
সব মিলিয়ে, দুর্গাপুরের এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে ‘অপরাজিতা বিল’-এর জটিলতা নতুন করে রাজ্য-রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। তৃণমূলের দাবি, নারী সুরক্ষার নামে বিজেপি কেবল ‘রাজনীতি’ করছে, বাস্তবে ন্যায়বিচারের পথ রুদ্ধ করছে কেন্দ্র সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us