/anm-bengali/media/media_files/2025/07/11/whats-2025-07-11-13-59-26.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ছাত্রনেতা পরিচয়ের আড়ালে ফের চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠল শুভরঞ্জন সিং-এর বিরুদ্ধে। অভিযোগ, এবার সরাসরি দেশের রেল বোর্ডকে সামনে রেখে ছাপানো হয়েছে ভুয়ো ভিজিটিং কার্ড, তাও আবার জাতীয় প্রতীক অশোক স্তম্ভ লাগিয়ে! এই ভিজিটিং কার্ডে নিজের নামের নিচে লেখা—“Recruitment Panel Recruiter, Railway Board, Government of India”! যা দেখে হতবাক সবাই।
সূত্রের খবর, এই ভিজিটিং কার্ড ব্যবহার করে কতজনকে প্রতারিত করা হয়েছে, বা কারা কারা এই ফাঁদে পা দিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। কিন্তু ইতিমধ্যেই রেলের নিরাপত্তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং স্বয়ং চিঠি লিখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। চিঠিতে স্পষ্ট অভিযোগ জানিয়ে তিনি গোটা ঘটনার কেন্দ্রীয় তদন্ত, এমনকি CBI তদন্তের দাবিও জানিয়েছেন। দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন—“কীভাবে এক ছাত্রনেতা ভুয়ো রেলের পরিচয়পত্র নিয়ে এতদূর পৌঁছে গেল?”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/11/whatsapp-2025-07-11-13-13-36.jpeg)
এদিকে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সরাসরি শুভরঞ্জন সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, “তৃণমূল মানেই তোলাবাজি আর ভুয়ো নথির খেলা। শুভরঞ্জন সেই দলেরই প্রতিনিধি হয়ে উঠেছে। এই ভিজিটিং কার্ড ব্যবহার করে বড়সড় আর্থিক প্রতারণার ছক কষা হচ্ছিল, এবং বহু মানুষ এর ফাঁদে পড়েছেন।”
তৃণমূল শিবির যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেনি। তবে বিরোধীরা ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রশ্ন তুলেছে—এই ঘটনা কি একার কাজ? নাকি এর পিছনে রয়েছে বড়সড় কোনও চক্র?
রেলের মতো সংবেদনশীল দপ্তর ও জাতীয় প্রতীকের অপব্যবহারকে কেন্দ্র করে এখন গোটা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। তদন্তে নামার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন দেখার, শুভরঞ্জনের এই ‘চতুর চাল’ কোথায় গিয়ে থামে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us