New Update
/anm-bengali/media/media_files/dU3yFVJ9H41BjM8lDhwO.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের রোগী ফেরানোর অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। শনিবার রাতে রোগীকে নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘোরে পরিবার। উত্তর ২৪ পরগনার চারটি হাসপাতাল রোগীকে ফিরিয়ে দেয়। কোনও হাসপাতাল সোমবার সকালে আউটডোরে আসার পরামর্শ দেয়। কেউ আবার রেফার করা না হলে হাসপাতালে ভর্তি করা হবে না বলে জানিয়ে দেয়। শনিবার রাতে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হল রোগীর পরিবারকে। রোগী ফেরানোর ঘটনায় অনেক বার অনেক রোগীর মৃত্যু হয়েছে। তারপরেও সরকারি হাসপাতালগুলোর হুঁশ ফেরেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us