খাদ্য উৎসবের স্টল দিল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা! অভিনব উদ্যোগ ঝাড়গ্রামের

ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া চক্রের অন্তর্গত আমদই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের উদ্যোগে খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়। সমস্ত অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

New Update
১১১১১১১১১cover.jpg

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া চক্রের অন্তর্গত আমদই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের উদ্যোগে খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়। সমস্ত অভিভাবকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই অভিনব উদ্যোগের আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্য, ভবিষ্যতে সমস্ত ছাত্র -ছাত্রী যে চাকরি করবে তার কোনো নিশ্চয়তা নেই , তাই ক্ষুদ্র ব্যবসা করেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, তার মানসিকতা তৈরি করা। এছাড়া পড়াশোনা, খেলাধুলা, নাচ ও গানের সঙ্গে সঙ্গে খাদ্য তৈরি বড়দের  থেকে শিখে নেওয়া এবং অঙ্কের যোগ,বিয়োগ, গুন, ভাগ শেখা। ছাত্র -ছাত্রীরা মোট ৩৩টি খাবারের স্টল দিয়েছিল। পিঠে,পায়েস, মিষ্টি,পাঁপড়, চপ,পিঁয়াজি,চা সহ রকমারি খাবারের স্টল ছিল। পথচলতি মানুষ, গ্রামবাসী ও শিক্ষক/শিক্ষিকা খাবার কিনে খান এবং দারুন উপভোগ করেন। এলাকাবাসী সহ সকলের মধ্যে উন্মদনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। খুব কম সময়ের মধ্যে সমস্ত খাবার শেষ হয়ে যায়।প্রথম পিরিয়ডের পর এই ধরনের অনুষ্ঠানে সকলে সামিল হয়। নির্ধারিত সময়ে মিড ডে মিল ও খেলাধুলার অনুশীলন হয়।