New Update
/anm-bengali/media/media_files/THiffDTpWy8XbTpLLfnB.png)
হরি ঘোষ, দুর্গাপুর: মহিলারাই পরিচর্যা করেন এই বাগান। আর সেই বাগানের ফুল দিয়ে হল পুষ্প প্রদর্শনী। দুর্গাপুরের পিসিবিএল কারখানার আবাসনে পুষ্প প্রদর্শনী ঘিরে ব্যাপক উৎসাহ আবাসিকদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বন বিভাগের ডিএফও অনুপম খান সহ কারখানার আধিকারিকরা। সংস্থার আধিকারিক সঞ্জীব চৌধুরী বলেন প্রতিবছরের মতো এ বছরও এই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েক মাস ধরে মহিলারা আবাসনের ভেতরেই বিভিন্ন ফুলের গাছ রোপন করে পরিচর্যা করেন। সেই গাছগুলি যখন ফুলে ভরে যায় তখনই হয় এই প্রদর্শনী। বিভিন্ন পুরস্কারও দেওয়া হবে বিজেতাদের। এই নিয়ে মহিলাদের মধ্যে চরম উৎসাহ দেখা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us