/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে চলমান বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনেই তিনি পৌঁছলেন হুগলির আরামবাগে, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্থাপন করা হয়েছে ত্রাণ শিবির। সেখানে গিয়ে তিনি শুধু ত্রাণ কার্যক্রমের খোঁজখবর নিলেন না, বরং একতার বার্তাও দিলেন উপস্থিত সকলকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/06/0WZGR2xePtqadt56tTAl.jpg)
ত্রাণ শিবিরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের শিক্ষার প্রসঙ্গ টেনে বলেন— “স্বামী বিবেকানন্দ নৈতিক চরিত্র গঠনের কথা বলতেন। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আমাদের মনে রাখতে হবে, একতায় আমাদের শক্তি।” তাঁর বক্তব্যে পরিষ্কার— প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার মানসিকতাই পারে পরিস্থিতি বদলে দিতে।
এই সফরে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দেন। একইসঙ্গে প্রশাসনিক আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন যাতে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us