তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু! প্রতিবাদের আঁচ জাতীয় সড়কে

পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কান্ড দুর্গাপুরের মুচিপাড়া ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেনে। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়।

author-image
Pallabi Sanyal
New Update
muchi para accident

পথ দুর্ঘটনায় মৃত্যুতে বিক্ষোভ

হরি ঘোষ, দুর্গাপুর :  পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কান্ড দুর্গাপুরের মুচিপাড়া ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেনে। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। মৃতের নাম গুরমুখ সিং,আজ সকালে বাইকে করে যখন বছর ৪৫ এর গুরমুখ যাচ্ছিলেন ঠিক তখন একটি তেলের ট্যাঙ্কার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরই উত্তেজিত জনতা জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়, অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের বর্ধমান গামী লেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ কিন্তু উত্তেজিত জনতাকে শান্ত করা যায়নি, এরপর দুর্গাপুরের বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলে তাদেরকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকে স্থানীয়রা। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক সিস্টেম ঠিকঠাক ভাবে না চললে এই পরিণতি হবে। গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে জাতীয় সড়কে।