SIR এর প্রথম দিনেই বিতর্কে জুড়লো তৃণমূল

বিতর্কের শুরু হয় ২৫ নম্বর ওয়ার্ডে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-04 at 16.48.22

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিএলওর সাথে ঘুরছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি। এনুমারেশন ফর্ম দেওয়ার দিনেই ধরা পরল সেই চিত্র। এভাবেই ভয় দেখাচ্ছে তৃণমূল নেতারা বিএলও-দের, কটাক্ষ বিজেপির। অবশ্য পাল্টা সাফাই দিচ্ছে তৃণমূলও।

মঙ্গলবার সকালে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ১০০ নং বুথে বিএলও রিঙ্কু পোদ্দার, বিএলএ মানস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কাজে বের হন। বিতর্কের শুরু হয় ২৫ নম্বর ওয়ার্ডে। যেখানে তৃণমূল সভাপতি বাপ্পা রায় ওই দলে যোগ দিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে ভোটারের সাথে কথা বলতে শুরু করেন। কেন তৃণমূল নেতা এই কমিশনের দলে? এই প্রশ্ন তুলে সরব হন বিরোধীরা। 

অন্যদিকে, কিছুই জানতেন না বলে জানান বিএলও রিঙ্কু পোদ্দার। একই সাফাই বিএলএ মানস বন্দ্যোপাধ্যায়েরও। 

তবে নিজের দোষ স্বীকার করে দলের সঙ্গ ছাড়েন তৃণমূলের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বাপ্পা রায়। তিনি দাবি করেন, তিনি নিজের দায়িত্বেই বিএলও-র সঙ্গে বেড়িয়েছিলেন। 

সব মিলিয়ে এসআইআর শুরুর প্রথম দিনেই বিতর্ক দানা বাঁধলো দুর্গাপুরে।