ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, ছুটল দমকলের ইঞ্জিন

পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায় একটা রাইস মিলে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। রাইস মিলে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা।

author-image
Pritam Santra
New Update
fire

নিজস্ব সংবাদদাতাঃ পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায় একটা রাইস মিলে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। রাইস মিলে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা। প্রথমে কারখানার শ্রমিক ও এলাকাবাসীদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতির উপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ পায়। সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর নেই । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ।

ঘটনাস্থলে পৌঁছান গৌরবাজার অঞ্চল তৃণমূল সভাপতি উৎপল দত্ত ও অন্যান্য তৃণমূল নেতা, কর্মীরা । উৎপলবাবু জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো সেটা জানা যায়নি। তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানা শ্রমিকরাই কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। পরে ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই তীব্র গরমে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় রাইস মিলে। উৎপলবাবু জানান, আগুনের সীমা ট্রান্সফরমার পর্যন্ত সীমিত ছিল। আগুন সেভাবে ছড়াবার সময় পায়নি। তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । তবে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন রাইস মিলের শ্রমিকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।