মধ্যরাতে ময়নাগুড়িতে অগ্নিকাণ্ড! বিশ্বকর্মা পুজোর আগের রাতে দাউদাউ করে জ্বলল তিনটি বাড়ি

ময়নাগুড়ি ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি।

author-image
Tamalika Chakraborty
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা:বিশ্বকর্মা পুজোর ঠিক আগের রাতে জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগরে। গতকাল রাত গভীরে হঠাৎ এক বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে এবং সিলিন্ডার বিস্ফোরণেই আগুন ভয়ংকর আকার নেয়।

তীব্র শিখায় প্রথম বাড়িটি পুড়ে গেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি বাড়িতে। একসময় তিনটি বাড়িই দাউদাউ করে জ্বলতে থাকে। আতঙ্কে আশেপাশের মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় চার ঘণ্টার লড়াইয়ের পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Fire

তবে আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ঘরে রাখা আসবাবপত্র, নথি, সোনার গয়না ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানির খবর মেলেনি, তবে ক্ষতির পরিমাণ বিপুল হতে পারে বলে আশঙ্কা।