বাঁকড়ায় ভোরের আগুনে আতঙ্ক! জামাকাপড়ের দোকান পুড়ে ছাই, কীভাবে লাগল আগুন?

হাওড়ার বাঁকড়ার বাদামতলায় ভোরে ভয়াবহ আগুন! জামাকাপড়ের মার্কেটে হঠাৎ ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, কিন্তু কীভাবে লাগল এই আগুন? প্রশ্ন ঘুরছে এলাকায়।

author-image
Tamalika Chakraborty
New Update
Narkeldanga Fire

নিজস্ব সংবাদদাতা: সাতসকালের হাওড়া ঘুম ভাঙতেই যেন হঠাৎ আগুনের লেলিহান শিখায় কেঁপে উঠল বাঁকড়ার বাদামতলা এলাকা। স্থানীয়দের চোখে ধরা পড়ে ভয়ানক দৃশ্য—জামাকাপড়ের মার্কেটের একতলা থেকে ধোঁয়া উড়ছে কুণ্ডলির মতো। মুহূর্তে ছুটে যায় মানুষজন, ফোন করা হয় দমকলকে।

অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে দৌড়ঝাঁপ শুরু করে সবাই। মার্কেটের আশেপাশে ভিড় জমে যায় উৎসুক জনতার।

Fire

দমকল সূত্রে খবর, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছেন দমকল কর্তারা।

স্থানীয়দের অভিযোগ, মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব রয়েছে। কেউ বলছেন, আগে থেকেই তার থেকে আগুনের গন্ধ পাওয়া যাচ্ছিল। কেউ আবার বলছেন, দোকান খোলার আগেই ধোঁয়া দেখা যায়। সবমিলিয়ে আতঙ্কের আবহে এখন গোটা বাদামতলা।