শীতের মুখে বৃষ্টি! ব্যাপক ক্ষতির মুখে ঝাড়গ্রামের চাষিরা

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের একাধিক জেলাতে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে ঝাড়গ্রামের সবজি চাষি থেকে ধান চাষিরা। ইতিমধ্যে মাঠের ফুলকপতিতে কালো ছোপ পড়তে শুরু করেছে।

New Update
মোলগিতদৈাী.jpg

নিজস্ব সংবাদদাতা: ডিসেম্বর মাস। ভরা শীতের মরসুমে টানা বৃষ্টি। বৃষ্টির জেরে ক্ষতির সম্মুখীন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, সাঁকরাইলের সবজি  চাষি থেকে শুরু করে ধান চাষিরা। টানা ঝিরঝির বৃষ্টিতে সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুরের সবজি চাষিরা প্রহর গুনছেন শীতের সব্জি নষ্ট হওয়ার আশঙ্কায়। ইতিমধ্যে ধবধবে সাদা ফুলকপির উপর কালো ছোপ পড়তে শুরু করেছে। বাকড়া, টোপগেড়িয়া, আলমপুর, পিড়াশিমূল, ভট্টগোপালপুর সহ একাধিক গ্রামের চাষিদের মাঠে ফুলকপি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি এই সময়টা চাষিদের মাঠের আমন ধান ঘরে তোলার পালা। অসময়ের এই বৃষ্টির কারণে ধান জমির মাঠে জমেছে জল। বিঘার পর বিঘা আমন ধান জলে ভিজছে। চাষিরা আশঙ্কা করছেন, বুধবার বিকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল সবজি এবং ধান চাষের জমিতে জমে রয়েছে। স্বাভাবিক ভাবেই মাঠের ধান অঙ্কুরিত হয়ে যেতে পারে বলে চাষিদের আশঙ্কা। পাশাপাশি শীতের ফুলকপির উপর বৃষ্টির জল পড়ায় সাদা ফুলকপির উপর কালো ছোপ পড়তে শুরু করেছে বলে দাবি সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার চাষিদের।