চোপড়া BDO অফিসের সামনেই ‘জালিয়াতি হাব’, আধার-ভোটার-দলিল—সব ভুয়ো!

BDO অফিসের সামনেই তৈরি হচ্ছে জাল আধার কার্ড।

author-image
Tamalika Chakraborty
New Update
Bangladeshi Arrested

নিজস্ব সংবাদদাতা: উত্তর দিনাজপুরের চোপড়ায় ফের বড়সড় জালিয়াতির পর্দাফাঁস। বায়োমেট্রিক ও ট্যাব দুর্নীতির রেশ কাটতে না কাটতেই এবার চাঞ্চল্য ছড়াল চোপড়া BDO অফিসের একেবারে বাইরের এলাকায়।

সেখানকার একাধিক দোকানে তৈরি হচ্ছিল জাল আধার কার্ড, ভোটার কার্ড এমনকি জাল জমির দলিলও। পুলিশের তল্লাশিতে পরপর তিনটি দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভুয়ো নথি ও নথি তৈরির যন্ত্রপাতি, প্রিন্টার সহ বিভিন্ন সরঞ্জাম।

Arrest

এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই জাল নথিগুলি কোনও অনুপ্রবেশকারী বা জঙ্গি সংগঠনের হাতে পৌঁছেছে কি না।

জালিয়াত চক্র কীভাবে প্রশাসনিক দপ্তরের একেবারে সামনে থেকে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া সহ গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে।