শিবু হাজরা গ্রেফতারের পরেও কমেনি আতঙ্ক! দেওয়াল ফুটো করে দেখা হচ্ছে মহিলাদের

শিবু হাজরাকে গ্রেফতারের পরেও সন্দেশখালিতে আতঙ্ক কমেনি। শনিবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এমনকী দেওয়াল ফুটো করে মহিলাদের দেখা হচ্ছে বলে অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
 sandeshkhali incident.jpg

নিজস্ব সংবাদদাতা: শিবু হাজরা গ্রেফতারের পরেও সন্দেশখালিতে আতঙ্কের পারদ একটিও কমেনি। রাত হতেই বাড়িতে বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। এমনকী দেওয়াল ফুটো করে দেখা হয়, ঘরে কোন মহিলা শুয়ে রয়েছে। সন্দেশখালির পুলিশের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে শনিবার পুলিশের পোশাক পরে হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও হামলা হয়নি, পুলিশ এসেছিল মহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য। 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha.jpeg

tamacha1.jpg