এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আগেই নাম উঠল পরিবারের ৫ সদস্যের!

৪৮ নম্বর বুথের ডিভিসি পাড়ার বাসিন্দা বিনোদ কুমার সাহা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-12-05 at 20.07.56

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাণ্ডবেশ্বরে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ফের একবার বিতর্কের ঝড় উঠল। পরিবারের অজান্তেই পরিবারের পাঁচ ব্যক্তির ফর্ম আপলোড হয়ে গেছে অনলাইনে। কি করে হল? সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। 

জানা যায় পাণ্ডবেশ্বর এর ৪৮ নম্বর বুথের ডিভিসি পাড়ার বাসিন্দা বিনোদ কুমার সাহা। গত ৪ঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর ৪৮ নম্বর বুথের বিএলও অন্যান্য সকলের মত বিনোদ কুমার সাহার বাড়িতেও এনুমারেশন ফর্ম পৌঁছে দেয়। ফর্ম হাতে পাওয়ার পর বিনোদবাবু সপরিবারে এক আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে সুদূর কলকাতায় পাড়ি দেন। তারই মধ্যে ৪৮ নম্বর বুথের বিএলও দুই থেকে তিন দিন এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য পৌঁছান বিনোদ বাবুর বাড়িতে। কিন্তু বিনোদ বাবু বাড়িতে না থাকায় সেই ফর্ম জমা নিতে পারেননি তিনি। কিন্তু পরে বিনোদ বাবু বাড়িতে এসে অনলাইনে পরিবারের এনুমারেশন ফর্ম পূরণ করতে গেলে জানতে পারে যে তার পরিবারের পাঁচ ব্যক্তির ফর্ম অনলাইনে পূরণ হয়ে গেছে। এই ঘটনাই ব্যাপক আতঙ্কে পড়েন বিনোদ কুমার সাহা সহ তার পরিবারের সদস্যরা। অবশেষে, কোনরকম কোন উপায় না পেয়ে শেষমেষ জেলাশাসক, এসডিও এবং সিইও -র কাছে মেইল মারফত অভিযোগ করেন পরিবারের সদস্য বিনোদ কুমার সাহা। 

WhatsApp Image 2025-12-05 at 12.53.28

এদিকে এই ঘটনায় শাসক বিরোধী উভয় দলেরই বাকবিতন্ডা শুরু হয়েছে। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, একজন ব্যক্তি যার কাছে এনুমারেশন ফর্ম রয়েছে অথচ তার অজান্তেই তার নাম আপলোড হয়ে গেল! এর পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। 

অন্যদিকে তৃণমূল নেতা উত্তম মুখার্জী জানান, অহেতুক তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি নেতা এই ধরনের বিশ্রী রাজনীতি করছেন। উত্তম বাবু জানান, বারবার এসডিএম সাহেব সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন এনুমারেশন ফর্ম বিষয়ে কোনো রকম সমস্যা হলে যেন তৎক্ষণাৎ তার দপ্তরে যোগাযোগ করা হয়। তারপরও বিজেপি এই নিয়ে রাজনীতি করছে। 

গত ৪ই নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে জুড়ে, সেই প্রক্রিয়ার কাজও প্রায় শেষের মুখে। অথচ তারই মাঝে পাণ্ডবেশ্বরে ফের একবার এসআইআর বিতর্ক প্রমাণ করলো যে 'শেষ হয়েও হইল না শেষ'!