প্রবল বর্ষণ হতে পারে চ্যালেঞ্জ, তিলপাড়া ব্যারাজে জরুরি সংস্কার কাজ শুরু

প্রবল বর্ষার মধ্যেই তিলপাড়া ব্যারাজে জরুরি সংস্কার কাজ শুরু।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-11 at 2.12.17 PM

নিজস্ব সংবাদদাতা: শনিবার নারকেল ফাটিয়ে তিলপাড়া ব্যারাজ সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা হল। ম্যাকিনটোস বার্ন লিমিটেড সংস্থা এই কাজের দায়িত্ব নিয়েছে। বর্ষাকালে নতুন করে কোনও নির্মাণকাজ না হলেও, বর্তমানে যে কাঠামো রয়েছে তা যাতে ভেঙে না পড়ে, তার জন্যই মেরামতির কাজ শুরু করা হয়েছে।

barrage q

অধিকর্তারা জানিয়েছেন, স্বাভাবিক বর্ষায় যতটা জল ছাড়া হয়, ততটুকু জল ছাড়লে সংস্কারের কাজে কোনও অসুবিধা হবে না। তবে হঠাৎ প্রবল বর্ষণ শুরু হলে কাজের গতি কমে যেতে পারে। পরিকল্পনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে এই সংস্কার কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।