জ্বলন্ত মশাল ছুঁড়ে আগুনে পোড়ানো হল হাতিকে! ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ক্ষোভ

জ্বলন্ত মশাল হাতির গায়ে ছোঁড়ার অভিযোগ উঠল সাঁকরাইলের স্থানীয় যুবকদের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-06-13 at 1.42.12 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের সাঁকরাইল বিটের হাড়িভাঙ্গা এলাকায় হঠাৎই প্রায় ২০টি হাতির একটি দল ঢুকে পড়ে। চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বনদপ্তরকে বারবার জানানো সত্ত্বেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।

বুধবার রাত থেকে হাতির দলটি এলাকায় ঘোরাফেরা করছিল। বনকর্মী ও হুলা পার্টি হাতির দল সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই সময়, বৃহস্পতিবার রাতে, কিছু উত্তেজিত যুবক হাতির দিকে তাক করে একের পর এক জ্বলন্ত ‘হুলা’ ছুড়তে থাকে। আগুন লাগানো সেই মশাল পড়ে হাতির গায়ে। আগুনে পুড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে হাতিগুলি। কেউ কেউ আবার ওই দৃশ্য দেখে উল্লাসও করেন।

WhatsApp Image 2025-06-13 at 1.21.01 PM

এই ঘটনার ছবি ও ভিডিও বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবি দেখে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। পশুপ্রেমীরা এই ঘটনাকে অমানবিক বলে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, একাধিক হাতি আগুনে পুড়ে আহত হয়েছে। স্থানীয় এক পশুপ্রেমী কমলজিৎ সিং অভিযোগ করেন, বনকর্মীরা উপস্থিত থাকলেও কোনও বাধা দেয়নি বা হস্তক্ষেপ করেনি।

অন্যদিকে, বনবিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে তারা উপস্থিত ছিল এবং হাতিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোনও হাতি আহত হয়নি বলেই দাবি খড়গপুরের বিভাগীয় বন আধিকারিক মণিশ কুমার যাদবের। তিনি আশ্বাস দিয়েছেন, যাঁরা এমন অমানবিক কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।