খড়গপুরে ড্রাগস মাফিয়াদের দাপট! প্রতিবাদ করায় মহিলার গাড়িতে আগুন

খড়গপুরে ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহিলার গাড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হল।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-17 at 2.03.07 PM


নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চরম খেসারত দিতে হল এক সাহসী মহিলাকে। গতকাল রাতে খড়গপুর শহরের গোলখোলি এলাকায় তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, যার জেরে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

সূত্রের খবর, ওই মহিলা কিছুদিন ধরেই এলাকায় বেড়ে ওঠা মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজেই পুলিশে খবর দিয়ে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত দুই যুবককে গতকাল পুলিশের হাতে তুলে দেন। আর ঠিক তার পরের রাতেই ঘটে প্রতিশোধমূলক এই হামলা।

রাত গভীরে, বাড়ির সামনে দাঁড়ানো তাঁর চারচাকা গাড়িতে হঠাৎ আগুন দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আতঙ্কে আশপাশের মানুষজন বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর টাউন থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত প্রতিশোধমূলক হামলা। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

burn car

ওই মহিলার বক্তব্য, “আমি শুধু চাইছিলাম আমাদের এলাকা মাদকমুক্ত হোক। কিন্তু এখন নিজের প্রাণের ভয় পাচ্ছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে একাধিক দল তৈরি হয়েছে। পাশাপাশি ড্রাগস ব্যবসার নেপথ্যে কারা রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এখন তীব্র আতঙ্ক ও ক্ষোভ। তাঁদের দাবি, “যারা মাদক বিক্রি করে এলাকাকে নষ্ট করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।”

সব মিলিয়ে, খড়গপুরের শান্ত শহরে ড্রাগস ব্যবসা ঘিরে রাতভর আগুনে উত্তপ্ত গোলখোলি এলাকা।