ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, কিনারা করলো দুর্গাপুর থানার পুলিশ

পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-07 at 18.31.43

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত ২৮ মে দুর্গাপুর ২০ নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি হয়। সর্বস্বান্ত হন ওই গৃহকর্তী। দুর্গাপুর থানার এ জোন ফাঁড়ির ইনচার্জ এসআই রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে শুরু হয় তদন্ত। 

চলতি মাসের ২ তারিখ দুর্গাপুর ৮ নম্বর ওয়ার্ড নিশান হাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে। চলতি মাসের ৫ তারিখ তাকেও দুর্গাপুর ৮ নম্বর ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মাল সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 

শনিবার ধৃতদের এবং চুরি যাওয়া সামগ্রী নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় একটি সাংবাদিক বৈঠক করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার সিআই রণবীর বাগ এবং দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীব দে। 

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি সুবীর রায় জানান, ২৮ তারিখ বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে মেয়ের বিয়ের আগে এক গৃহকর্ত্রীর বাড়িতে প্রকাশ্য দিবালোকে চুরি হয়। এজোন ফাঁড়ির ইনচার্জ রমজুর রহমানের নেতৃত্বে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ধৃতদের কাছ থেকে চুরি করা সামগ্রী উদ্ধার করে পুলিশ।