দুর্গাপুরের বিস্তৃর্ণ এলাকায় জলের সঙ্কট, রাস্তায় নামলো বিজেপি

নাগরিক পরিষেবা বেহাল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-16 at 18.18.11

File Picture

নিজস্ব সংবাদদাতা: তীব্র দাবদহে এলাকায় এলাকায় পানীয় জলের সংকট। ব্যবস্থা নিচ্ছে না নগর নিগম। এছাড়াও নাগরিক পরিষেবা ব্যাহত। এই অভিযোগ তুলে দুর্গাপুরের তিন নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব দিলেন তিন নম্বর মন্ডলের সভাপতি বুদ্ধদেব মন্ডল, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। 

বিজেপি নেতৃত্বের অভিযোগ, “২০২২ সালে দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে নাগরিক পরিষেবা বেহাল। কোথাও মিলছে না পানীয় জল, কোথাও আবার পথবাতির সমস্যা রয়েছে। অনেক বিজেপি কর্মী সমর্থকদের পরিষেবা দেওয়া হচ্ছে না। কাউন্সিলর শূন্য দুর্গাপুর নগর নিগম। তাই শংসাপত্র পেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষদের। 

এইসব অভিযোগ সামনে রেখে স্মারকলিপি জমা দেওয়া হয়। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী সমর্থকরা। যে যে এলাকায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করা হবে বলে আশ্বাস দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব।