/anm-bengali/media/media_files/2025/10/13/iq-medical-college-2025-10-13-20-34-59.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হল আরও দুই অভিযুক্ত। সোমবার সকালে পুলিশের জালে ধরা পড়েছে শেখ নাসিরউদ্দিন ও সফিকুল শেখ। এ নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করা হল এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নাসিরউদ্দিনের বাড়ি IQ সিটি মেডিক্যাল কলেজের ঠিক পাশেই। রবিবার ধৃত তিনজনকে ইতিমধ্যেই আদালতে তোলা হয় এবং তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ নতুন করে ধৃত দুই অভিযুক্তকেও দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানা গেছে।
সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে নির্যাতিতার এক সহপাঠীর ভূমিকাও সন্দেহজনক। ওই তরুণীর সঙ্গে সেদিন তিনিই বাইরে গিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশ এখন সেই দিকেও নজর দিয়েছে এবং তাঁর বয়ান খতিয়ে দেখা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/24/rape-2025-08-24-10-20-31.jpg)
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় সারা রাজ্যে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে, এরপরই তদন্তে নামে পুলিশ।
রাজ্যজুড়ে এই নৃশংসতার প্রতিবাদে ক্ষোভ বাড়ছে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনও ঘটনায় নেমেছে তদন্তে। তারা রাজ্য প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করে অভিযুক্তদের মধ্যে আরও কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গণধর্ষণকাণ্ডে এবার নজর আরও তীব্র করেছে দুর্গাপুর পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us