/anm-bengali/media/media_files/2025/08/15/whatsapp-image-2025-08-15-at-180028-2025-08-15-19-56-04.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে ফের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র প্রশ্ন। রামানুজম এলাকার মাত্র চার বছরের রিক বাগদীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ল পরিবার ও প্রতিবেশীরা। এক রাতের মধ্যে রেফার, আউটডোর, ফের অসুস্থতা শেষ পর্যন্ত মৃত্যুই লিখে দিল এই শিশুর ভাগ্যে!
স্থানীয় সূত্র ও পরিবারের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার জ্বর অবস্থায় শিশুটিকে প্রথমে নগর নিগমের উইলিয়াম কেরির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পরিবারের দাবি, মহকুমা হাসপাতালে পৌঁছনোর পর শিশুটিকে ভর্তি না করে আউটডোর বিভাগে কিছু প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এবং বাড়ি পাঠানো হয়। শুক্রবার ভোরে শিশুর পেটে ব্যথা শুরু হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফের নিয়ে যেতে যেতে পথেই মৃত্যু হয় তার। শিশুর মৃত্যুর পর পরিবার ও কয়েকজন স্থানীয় বাসিন্দা মহকুমা হাসপাতালের সামনে মৃতদেহ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে।
বাবা মঙ্গল বাগদীর অভিযোগ, "সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা হলে মৃত্যুর মুখে পড়তে হত না আমার ছেলেকে। উইলিয়াম কেরির স্বাস্থ্যকেন্দ্র রেফার করার পর আমরা মহকুমা হাসপাতালে নিয়ে যাই। সেইখানে ভর্তি করার জন্য আবেদন করি। কিন্তু ভর্তি না নিয়ে আউটডোরে কিছু ওষুধ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ভোরে ছেলের পেটে যন্ত্রণা শুরু হয়। আমরা হাসপাতালে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম তখনই মৃত্যু হয়। সম্পূর্ণ হাসপাতালের গাফিলতিতে আমার ছেলের মৃত্যু হল"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/15/whatsapp-image-2025-08-15-at-124742-2025-08-15-19-54-26.jpeg)
হাসপাতাল সূত্রের দাবি, রোগী ভর্তি সংক্রান্ত কাগজপত্রে কিছু সমস্যা ছিল, যার কারণে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগে। তবে, চিকিৎসা না দেওয়ার অভিযোগ হাসপাতাল অস্বীকার করেছে। হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. কৃষ্ণেন্দু রায় জানান, "এই ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেইটা আমি জানি না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তির জন্য আমাদের তরফ থেকে জানানো হয় কিন্তু তাও ভর্তি না করেই অনেকে চলে যায়। তবে সব মৃত্যুই বেদনা দায়ক। এই বিষয়টা কি হয়েছিল খতিয়ে দেখছি"।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যথাযথ না থাকায় একের পর এক প্রাণহানি ঘটছে। পাল্টা তৃণমূল জানায়, ঘটনার বিস্তারিত তদন্ত হবে এবং যদি কোনও ত্রুটি প্রমাণিত হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us