ঘটনাস্থলে পৌঁছালো ফরেনসিক দল, শুরু নমুনা সংগ্রহ ! দেখে নিন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের লেটেস্ট আপডেট

দেখে নিন গণধর্ষণ কাণ্ডের আপডেট।

author-image
Debjit Biswas
New Update
448-252-22034562-thumbnail-16x9-rape-aspera

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তদন্তের কাজে গতি আনার জন্য এবার ঘটনাস্থলে পৌঁছালো ফরেনসিক দল। জানা গেছে, তদন্তের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ নমুনা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করতে ফরেনসিক বিশেষজ্ঞরা এই ক্রাইম সিনটি পরীক্ষা করছেন। এই নমুনাগুলি সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পুলিশকে এই ঘটনার সত্যতা প্রমাণ করতে হবে। এই পরীক্ষা ধৃত তিন অভিযুক্তের বিরুদ্ধে আরও জোরালো প্রমাণ জোগাড় করতে সাহায্য করবে।

Rape