সাফাইকর্মীদের গণ ভাইফোঁটা দুর্গাপুরে

সাফাইকর্মী ও নির্মল বন্ধুদের মুখে ফুঁটে উঠলো আজ খুশির হাসি।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-23 at 2.11.08 PM

BBB

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর শহরের পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব যাদের কাঁধে, সেই নির্মল বন্ধু ও সাফাই কর্মীদের মুখে আজ ফুটল আনন্দের হাসি। দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে টি.এন স্কুল মোড়ে অনুষ্ঠিত হল এক অনন্য উদ্যোগ, গণ ভাইফোঁটা। প্রাক্তন কাউন্সিলর রুমা পাড়িয়ালের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বোনেরা ফোঁটা দিলেন সেইসব নির্মল বন্ধুদের, যারা প্রতিদিন বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় নোংরা আবর্জনা পরিষ্কার করে শহরকে রাখেন নির্মল ও বাসযোগ্য।

WhatsApp Image 2025-10-23 at 1.54.52 PM
shs

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, তিন নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিপুল সাহা, তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।