দুর্গাপুরে দিনে দিনে বাড়ছে চোরেদের উৎপাত, ধরা পড়ল সিসিটিভিতে

দুষ্কৃতীদের নিশানায় পড়েছে এক দন্ত চিকিৎসকের বাড়ি ও এক ইন্সুরেন্স অফিস। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-07 at 21.02.18

File Picture

নিজস্ব সংবাদদাতা: নতুন এক যন্ত্রনার মাঝে পড়েছে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকার মানুষজন। শহরের প্রাণকেন্দ্রেই কিনা দিনের পর দিন বাড়ছে দুষ্কৃতীদের উৎপাত। দুঃসাহসিক চুরির চেষ্টা করা হল দুটি বাড়িতে। সামনে এলো তার সিসিটিভি ফুটেজ। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা টার্গেট করছে এই শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেশ কিছু এলাকার বাড়িগুলিকে।

মুখে রুমাল বেঁধে রীতিমতো এই দুষ্কৃতীদের উৎপাত বাড়াচ্ছে শহরের হাই প্রোফাইল ওয়ার্ড ২২ নম্বর ওয়ার্ডের মাক্সমুলার রোড, নন্দলাল বীথি এলাকায়। একই সাথে দুষ্কৃতীদের নিশানায় পড়েছে এক দন্ত চিকিৎসকের বাড়ি ও এক ইন্সুরেন্স অফিস। 

যদিও চুরি করতে পারেনি তারা। কিন্তু চিকিৎসকের বাড়ির সারমেয়দের চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও ঐ ইন্সুরেন্স অফিসের তালা ভেঙে তাদের অস্তিত্বের জানান দিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা। আর এদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে অভিজাত এই এলাকাগুলোতে। 

এলাকার মানুষ দাবি তুলেছেন আরো পুলিশি টহল বাড়াতে হবে, নচেৎ বিপদ আসন্ন। 

সিটি সেন্টার নন কোম্পানির নাগরিক কমিটির সভাপতি পীযূষ মুখার্জী জানান, এলাকাবাসির নিরাপত্তায় পুলিশকে টহল বাড়ানোর জন্য বলা হয়েছে। সামনেই তো দুর্গাপুজো, তাই এদের উৎপাত বাড়ছে।