ঊর্বশীর দুর্গাপুজোর খুঁটি পুজো

অনুষ্ঠিত হলো দুর্গাপুরের অতি জনপ্রিয় ঊর্বশীর বেঙ্গল অম্বুজার দুর্গাপুজোর খুঁটি পুজো। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-06 2.05.24 PM

File Picture

নিজস্ব প্রতিনিধি: ঊর্বশীর ২২ তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এবছর দুর্গাপুরে থেকেই এক টুকরো পাঞ্জাব দর্শন করবে দুর্গাপুরবাসী। প্রসঙ্গত গত বছর ঊর্বশীতে এক টুকরো রাজস্থান দর্শন করেছিল দুর্গাপুরবাসী। বিশিষ্ট উদ্যোগপতি এবং ঊর্বশী দুর্গাপুজো কমিটির সভাপতি সন্দীপ দে জানান, এবছর তাদের পুজো বাইশ তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম এক টুকরো পাঞ্জাব। পূজোর বাজেট ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা।

এদিন উপস্থিত ছিলেন, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জল মুখোপাধ্যায়, বিশিষ্ট উদ্যোগ প্রতি সন্দীপ দে সহ বিশিষ্ট জনেরা।