/anm-bengali/media/media_files/2025/08/13/whatsapp-image-2025-08-13-2025-08-13-18-12-33.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: "বিডিও, ডিএম,জনপ্রতিনিধি কারুর কোনো কথা চলবে না। আপনাদের সমস্যা,আপনারাই বলবেন কী ভাবে সমাধান হবে এবং সেই মতোই কাজ হবে। সে জন্যই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছেন", সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মলিঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জোতহাড়ো প্রাথমিক বিদ্যালয়ে "আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি"তে এসে এলাকাবাসীর উদ্দেশ্যে এমনটাই বার্তা দেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী।
এলাকার যা সমস্যা তা এলাকাবাসীরাই বলবেন, আবার তারাই সমাধানের রাস্তা বলবেন। প্রশাসন দুয়ারে গিয়ে তা করবে। জেলাশাসক এদিন পুরো ক্যাম্প ঘুরে দেখেন। পাশাপাশি এলাকার মানুষজনের অভিযোগও শোনেন এবং তার উত্তর দেন। এক ব্যক্তি ওই এলাকার জল নিকাশির সমস্যা নিয়ে বলেন। অভিযোগ, সিপিএম,কংগ্রেস,তৃণমূলের কোনো নেতা গুরুত্ব দিচ্ছে না। তারও উত্তর দেন জেলাশাসক খুরশেদ আলি কাদেরী।
/anm-bengali/media/post_attachments/www.kgpnews.in/wp-content/uploads/2024/11/IMG_20241126_022126-832413.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us