রাজ্য সরকার ছুটি দেয়, বেতন দেয় না, মমতার কটাক্ষের জবাব দিলীপের

ছট পুজোর ছুটি নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তারই জবাব দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকার ছুটি দেন কিন্তু বেতন দেন না।

New Update
dilip ghosh central.jpg

নিজস্ব সংবাদদাতা:  একদিন আগেই ছট পুজো নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লি ছট পুজোয় ছুটি দেয় না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ছট পুজোয় ছুটি দেন। মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান দিলীপ ঘোষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের ছুটি দেন। কিন্তু বেতন দেন না, ডিএ দেন না। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মন্দির তলা পুকুরে সোমবার ছট পুজো পরিদর্শনে যান দিলীপ ঘোষ। সেখানেই এই মন্তব্য করেন।