গড়বেতা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর দাবিতে ডেপুটেশন

আর কী কী দাবি আছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-27 at 8.35.37 PM

নিজস্ব প্রতিনিধি: লোকাল ট্রেন চালানোর দাবিতে ডেপুটেশন রেলের স্টেশন মাস্টারকে। অন্তত দুটো ট্রেন চলাচল শুরু হোক এটাই দাবি। এমনিতেই ওই রুটে ট্রেনের সংখ্যা কম। ফলে লোকাল ট্রেন চলাচল করলে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে। মঙ্গলবার ভারত জাকাত মাঝি পরগনা মহল গড়বেতা ১ নং বুগড়ি মুলুকের পক্ষ থেকে প্রতিনিধিদল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা রেল স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল। উপস্থিত ছিলেন বাদল কিস্কু, বৈদ্যনাথ হাঁসদা, বাবলু মুর্মু, স্বপন মান্ডি প্রমুখ। তাদের দাবি, হাওড়া থেকে মেদিনীপুরগামী অন্তত দুটো লোকাল ট্রেন গড়বেতা অবধি আসার ব্যবস্থা করতে হবে। বাংলার পাশাপাশি সাঁওতালি ভাষাতে স্টেশন চত্বরে মাইকিং করতে হবে। গড়বেতা স্টেশনের নাম অলচিকি হরফে যা লেখা আছে তাতে বানান ভুল আছে। বানান সংশোধন করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমনিতেই ওই রুটে ট্রেনের সংখ্যা কম। হাওড়া থেকে গড়বেতা যেতে হলে অনেক সময় ট্রেন পাওয়া যায় না। মেদিনীপুরে নেমে বাসে করে যেতে হয়। ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। দাবিগুলো পূরণে স্টেশন মাস্টার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

bongaon local