নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনে NDA-র বিপুল জয়ের পর বিজেপির রাজনৈতিক সুর আরও তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে সমর্থন করেই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে দিলেন—এবার বাংলাতেও ‘জঙ্গলরাজ’ শেষ হবে। তাঁর কথায়, গঙ্গা যেমন বিহার হয়ে বাংলায় ঢোকে, তেমনই বিহারের পরিবর্তনের প্রভাব বাংলাতেও এসে পড়বে। বাংলার মানুষ নাকি ইতিমধ্যেই পুরনো, ‘মিলিট্যান্ট-এক্সট্রিমিস্ট’ শাসন থেকে মুক্তি চাইছেন, এবং বিজেপির নেতৃত্বে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।
সুকান্তের দাবি, বাংলার সাধারণ মানুষ এখন পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাঁর বক্তব্য, বছরের পর বছর ধরে দুর্নীতি, দমননীতি এবং রাজনৈতিক সহিংসতায় জর্জরিত মানুষ এবার একটি স্থায়ী বিকল্প চাইছেন। NDA-র বিহার জয়ের পরে সেই রাজনৈতিক বার্তা বাংলায় আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই তিনি মনে করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/mihf0zzaR3JC17equGsQ.jpg)
এই মন্তব্যের পাশাপাশি দিল্লি বিস্ফোরণ-কাণ্ডেও তিনি ফের বাংলার যোগসূত্রের কথা তুলে ধরেছেন। উত্তর দিনাজপুর থেকে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তারকে NIA গ্রেফতার করার পর সুকান্ত বলেন, বিস্ফোরণের দিন কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে তিনি আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই ঘটনায় বাংলার যোগ থাকতে পারে। তাঁর দাবি, অতীতের প্রতিটি বড় বিস্ফোরণ কোনও না কোনওভাবে বাংলার সঙ্গে জুড়ে গেছে, এবং এবারও সেই সন্দেহ ধাপে ধাপে সত্যি হয়ে উঠছে।
সুকান্তের এই দুই মন্তব্যে রাজ্য রাজনীতি কার্যত তপ্ত হয়ে উঠেছে। বিজেপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—তাদের লক্ষ্য এখন বাংলায় রাজনৈতিক পালাবদল, আর দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে ডাক্তার গ্রেফতারের ঘটনাকে তারা সেই বয়ানের সাপোর্টিং পয়েন্ট হিসেবে দেখছে। অন্যদিকে, তৃণমূল শিবিরে ক্ষোভ, এই মন্তব্যকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।
বিহারের ম্যান্ডেটকে সামনে রেখে বিজেপি যে বাংলায় আরও আগ্রাসী হতে চলেছে, সুকান্তের মন্তব্য তারই ইঙ্গিত।
উত্তর দিনাজপুরে ডাক্তার গ্রেফতার, দিল্লি ব্লাস্ট-কাণ্ডে বাংলার যোগ? বিজেপি নেতার পুরনো সন্দেহ ফের সামনে
মোদির মন্তব্যকে সমর্থন করে বলেন সুকান্ত মজুমদার—বাংলায় পুরনো ‘মিলিট্যান্ট’ শাসন শেষ হবে। দিল্লি ব্লাস্টে উত্তর দিনাজপুরের ডাক্তার গ্রেফতারের পর ফের বাংলার যোগসূত্রের দাবি তোলেন তিনি।
নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনে NDA-র বিপুল জয়ের পর বিজেপির রাজনৈতিক সুর আরও তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে সমর্থন করেই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে দিলেন—এবার বাংলাতেও ‘জঙ্গলরাজ’ শেষ হবে। তাঁর কথায়, গঙ্গা যেমন বিহার হয়ে বাংলায় ঢোকে, তেমনই বিহারের পরিবর্তনের প্রভাব বাংলাতেও এসে পড়বে। বাংলার মানুষ নাকি ইতিমধ্যেই পুরনো, ‘মিলিট্যান্ট-এক্সট্রিমিস্ট’ শাসন থেকে মুক্তি চাইছেন, এবং বিজেপির নেতৃত্বে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।
সুকান্তের দাবি, বাংলার সাধারণ মানুষ এখন পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাঁর বক্তব্য, বছরের পর বছর ধরে দুর্নীতি, দমননীতি এবং রাজনৈতিক সহিংসতায় জর্জরিত মানুষ এবার একটি স্থায়ী বিকল্প চাইছেন। NDA-র বিহার জয়ের পরে সেই রাজনৈতিক বার্তা বাংলায় আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই তিনি মনে করেন।
এই মন্তব্যের পাশাপাশি দিল্লি বিস্ফোরণ-কাণ্ডেও তিনি ফের বাংলার যোগসূত্রের কথা তুলে ধরেছেন। উত্তর দিনাজপুর থেকে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তারকে NIA গ্রেফতার করার পর সুকান্ত বলেন, বিস্ফোরণের দিন কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে তিনি আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই ঘটনায় বাংলার যোগ থাকতে পারে। তাঁর দাবি, অতীতের প্রতিটি বড় বিস্ফোরণ কোনও না কোনওভাবে বাংলার সঙ্গে জুড়ে গেছে, এবং এবারও সেই সন্দেহ ধাপে ধাপে সত্যি হয়ে উঠছে।
সুকান্তের এই দুই মন্তব্যে রাজ্য রাজনীতি কার্যত তপ্ত হয়ে উঠেছে। বিজেপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—তাদের লক্ষ্য এখন বাংলায় রাজনৈতিক পালাবদল, আর দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে ডাক্তার গ্রেফতারের ঘটনাকে তারা সেই বয়ানের সাপোর্টিং পয়েন্ট হিসেবে দেখছে। অন্যদিকে, তৃণমূল শিবিরে ক্ষোভ, এই মন্তব্যকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।
বিহারের ম্যান্ডেটকে সামনে রেখে বিজেপি যে বাংলায় আরও আগ্রাসী হতে চলেছে, সুকান্তের মন্তব্য তারই ইঙ্গিত।