এক ব্যবসায়ীর জেদে থেমে ছিল রাস্তা! জেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে কাজ শুরু — হাসছে গোটা ডেবরা!

ডেবরার বাড়াগড় থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা অবশেষে তৈরি হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-11 at 1.38.32 PM

নিজস্ব সংবাদদাতা: ডেবরার বাড়াগড় থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা অবশেষে আলোর মুখ দেখল। দীর্ঘদিন ধরে থমকে থাকা পথশ্রী প্রকল্পের এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ শুরু হয়েছে জেলা প্রশাসনের হস্তক্ষেপে। কয়েক বছর আগে রাস্তার জন্য বোর্ড বসানো হলেও এক ব্যবসায়ীর আপত্তির জেরে থমকে গিয়েছিল সম্পূর্ণ প্রকল্প। তাঁর দাবি ছিল, গ্যাস সিলিন্ডার গোডাউনের কারণে বড় গাড়ি যাতায়াতে সমস্যা হবে, এবং সেই কারণে তিনি বারবার লিখিত আপত্তি জানান।

বিডিও, বিধায়ক এবং পূর্ত কর্মাধ্যক্ষ একাধিকবার এলাকা পরিদর্শনে এলেও সেই আপত্তির বেড়া টপকে কাজ শুরু করতে পারেননি। ফলে ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি ছিল—পথশ্রী প্রকল্পে দ্রুত রাস্তা নির্মাণ শুরু হোক।

শেষমেশ স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে জেলা প্রশাসন নিজে উদ্যোগ নেয়। নতুনভাবে প্রকল্পটি রিভাইজ করে বাজেট বাড়ানো হয়। বিধায়ক নিজে উপস্থিত থেকে রাস্তার কাজ শুরুর সূচনা করেন। বর্তমানে জোরকদমে চলছে নির্মাণের কাজ, আর তাতেই খুশির হাওয়া গোটা এলাকায়।

ebra work

অভিযোগকারী ব্যবসায়ী যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি, তবে তিনি জানিয়েছেন, তিনিও চান কাজটা সুস্থভাবে হোক, এলাকাবাসী উপকৃত হোক এবং তার ব্যবসার জন্যও গাড়ি চলাচলে কোনও সমস্যা না থাকুক। প্রশাসনের সঙ্গে সমঝোতা ও সহাবস্থানের বার্তা দিয়েছেন তিনি।

স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা একদিকে যেমন এলাকার যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটাবে, তেমনই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালেও দ্রুত পৌঁছনো যাবে।