পশ্চিম বর্ধমানে বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, আতঙ্কে এলাকাবাসী!

পানাগড়ে বাড়ি থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-09-19 at 2.07.08 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম বর্ধমানের পানাগড় রেলপাড়ায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে মানিক পাল নামে ৫২ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ।

এলাকাবাসীদের জানানো মতে, মানিকবাবু দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং বাড়িতে একাই থাকতেন। তবে গত দু’-তিনদিন ধরে তাঁকে কেউ দেখেনি। শুক্রবার সকালে হঠাৎ তাঁর বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

dead body 3.jpg

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন মানিক পাল। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে এবং কতদিন আগে তিনি মারা গেছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।