New Update
/anm-bengali/media/media_files/2025/09/26/what-2025-09-26-17-47-30.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের সুতির মানিকপুরের কাছে ভোররাতে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সময়টা ভোর প্রায় ৪টে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাই বোঝাই একটি ডাম্পার হঠাৎ ব্রেক ফেল হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে ভুট্টা বোঝাই একটি লরি। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ভুট্টা বোঝাই লরির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
ঘটনাস্থলেই প্রাণ হারান লরির চালক। গুরুতর জখম হন খালাসি। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ দুর্ঘটনার কারণে সাজুর মোড় থেকে ধলা পর্যন্ত রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us