New Update
/anm-bengali/media/media_files/eaplnD9554hT49KL4CIX.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : ঝাড়খণ্ডে এবং বাংলায় গত দুদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল বাড়ল দামোদরে। জলের চাপ কমাতে মাইথন ও পাঞ্চেত জলধর থেকে জল ছাড়া হয়। সোমবার সকাল থেকে দফায় দফায় দুটি জলাধার থেকে জল ছাড়ার ফলে চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজেও। দুর্গাপুর ব্যারেজ থেকেও শুরু হয়েছে জল ছাড়া। এখনো পর্যন্ত ৭৭৭০০ কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। দুর্গাপুর ব্যারেজ থেকেও ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হবে বলে জানায় সেচ দফতরের সূত্রে । এই জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকলে হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us