/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-image-2025-11-28-at-210328-2025-11-28-21-03-50.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর বাজারে এসেছে নিত্য নতুন সব সাইকেল। কোনোটা গিয়ার দেওয়া আবার কোনোটা চলে ব্যাটারিতে। ফলে তার বাজার মূল্যও অনেক বেশি। কিন্তু নেই সেই মাপের সুরক্ষা কবজ। তাই চুরি করাও খুব সহজ হয় চোরদের, আর ধরাও পরে না। এই সাইকেল চুরির কথা চিন্তা করেই শিল্প শহরের বাজারে আসতে চলেছে নতুন ডিভাইস। যা সাইকেল চুরির ঘটনাকে অনেকটাই আটকাতে পারবে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
/anm-bengali/media/post_attachments/9d584979-c86.png)
বর্তমানে এই ধরনের মোট ২০০টি প্রোডাক্ট আছে। মাত্র দুই ঘণ্টা চার্জ দিলেই চলবে পনেরো দিন। জিপিএস সহ এই ডিভাইস এর মাধ্যমে অভিভাবকেরা নজর রাখতে পারবেন নিজের সন্তানের। শুধু ডিভাইসটি মোবাইল অ্যাপের সাথে যুক্ত করলেই জানতে পারবেন আপনার সাইকেল কোথায় আছে বা কোন পথে যাচ্ছে। মোবাইল অ্যাপে পূর্ব নির্ধারিত পথের বাইরে গেলেও বেজে উঠবে এই অ্যালার্ম। ডিভাইসটির বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা। ডিভাইসটি ইন্সটল করতে লাগবে আধার কার্ড ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। এই অভিনব সাইকেল পেয়ে খুশি দুর্গাপুরবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us