ভাইফোঁটার আগেই মিষ্টির হুল্লোড়! শান্তিপুরে বিকোচ্ছে ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে ‘ভাইফোঁটা সন্দেশ’

শান্তিপুরে ভাইফোঁটার আগের দিন মিষ্টির দোকানে উপছে পড়া ভিড়।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-22 at 2.48.46 PM (1)

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ভাইফোঁটা, আর তার আগেই নদীয়ার শান্তিপুরে জমে উঠেছে মিষ্টির বাজার। সকাল থেকেই শহরের থানার মোড় এলাকায় উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। সবাই একটাই লক্ষ্য নিয়ে — ভাইয়ের পাতে তুলবেন সেরা মিষ্টি!

শান্তিপুরের প্রসিদ্ধ লোকনাথ মিষ্টান্ন ভান্ডার এবছর ভাইফোঁটার জন্য বাজারে এনেছে একের পর এক অভিনব মিষ্টি। নাম শুনলেই জিভে জল আসে — ‘আবার খাব আবার খাব’, ‘ভাইফোঁটা সন্দেশ’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রাবড়ি বল’, ‘হরলিক্স সন্দেশ’, ‘বনভিটা সন্দেশ’, ‘বাদশাহী ভোগ’, ‘কাঁচা আমের রসগোল্লা’, ‘স্ট্রবেরি রসগোল্লা’, এমনকি মৌসুমের প্রিয় ‘নলেন গুড়ের রসগোল্লা’ পর্যন্ত!

hantipur sweet

দোকানের মালিক ও প্রধান মিষ্টিকারিগরের কথায়, “প্রায় ৩০ রকম মিষ্টি তৈরি করেছি এবারে। দাম রাখা হয়েছে ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। গত বছর ক্রেতাদের চাহিদা দেখে এবার নতুন স্বাদের মিষ্টির দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে।”

দোকানে আসা ক্রেতারা বলছেন, “ভাইফোঁটার দিন ভাইয়ের পাতে যেন কিছু আলাদা থাকে, তাই আজই মিষ্টি কিনে নিচ্ছি। লোকনাথ মিষ্টির দোকানে সব সময় নতুন কিছু পাওয়া যায়।”

মিষ্টির গন্ধে ভরে উঠেছে গোটা এলাকা। ভাইফোঁটার আগেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শান্তিপুরে। স্থানীয়দের মতে, এবারের ভাইফোঁটায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডার হয়ে উঠবে নদীয়ার অন্যতম আকর্ষণ।