/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: হাওড়ার ডোমজুড়ে মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সিপিএম কর্মীদের ধর্মঘটকে কেন্দ্র করে। সকাল হতেই সিপিএমের কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে পড়েন। পথে চলাচলকারী বাস, লরি আটকে স্লোগান দিতে থাকেন তারা। শুধু তাই নয়, কিছু যানবাহনের চালক এবং যাত্রীদের গাড়ি থেকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ ও র্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের এই অভিযানে দুই সিপিএম কর্মী আহত হন বলে জানা গিয়েছে। আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/bncUX5XaeKgsLnnmkNIn.webp)
পুলিশ সূত্রে খবর, ওই গন্ডগোলের ঘটনায় ইতিমধ্যে দুই জনকে আটক করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, পুলিশের ভূমিকাই অপ্ররোচিত ও অপ্রয়োজনে আক্রমণাত্মক ছিল।
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষও আতঙ্কে পড়েন, অনেকে রাস্তা থেকে ফিরে যান। গোটা ঘটনার জেরে ডোমজুড় জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us