রক্তাক্ত বাংলা, ধিক্কার মিছিল বামেদের

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস, বিজেপি এবং টিএমসি এ জন্য প্রস্তুতি জোরদার করেছে। সেইসঙ্গে আসন্ন ভোটকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ।

author-image
SWETA MITRA
New Update
COVER CPIM.jpg


হরি ঘোষ, দুর্গাপুর : রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পেশের শেষ দিনেও রক্তাক্ত হয়েছে বাংলা, প্রাণ গিয়েছে মানুষের। উত্তরবঙ্গের চোপড়া থেকে দক্ষিণবঙ্গের ভাঙর, দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। বোমা, গুলির আওয়াজ কেঁপে উঠেছে এলাকার পর এলাকা। বৃহস্পতিবার চোপড়ায় গুলির আঘাতে মৃত্যু হয় দুই বাম কর্মীর। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভাঙরেও মৃত্যু হয়েছে এক আইএসএফ ও এক তৃণমূল কর্মীর। মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এই অশান্তির প্রতিবাদে আজ শুক্রবার ধিক্কার মিছিল করলো বামেরা। আজ শুক্রবার সকালে দুর্গাপুরের স্টেশন চত্ত্বরে মিছিল সংগঠিত হয়। এদিন রাজ্য নির্বাচন কমিশন রাজীব সিনহার কুশপুত্তলিকা দাহ করা হয় দুর্গাপুর স্টেশন চত্ত্বরে। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘গোটা রাজ্যে গণতন্ত্রকে শেষ করেছে তৃণমূল, তারই বিরুদ্ধে এদিনের প্রতিবাদ মিছিল।‘