/anm-bengali/media/media_files/2025/10/12/screenshot-2025-10-12-pm-2025-10-12-14-27-38.png)
নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরে আই.কিউ.সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়া প্রতিবেশী রাজ্যের উড়িষ্যার ছাত্রী গণ ধর্ষনের শিকার হলেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায় এর নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্যাতিতা ছাত্রীর বাবা-মা এর সাথে দেখা করেন। তাদের পাশে থাকা এবং যতোদিন দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কংগ্রেস পাশে থাকার আশ্বস্ত দিয়েছে। এই প্রতিনিধি দলে সহ-সভাপতি তরুণ রায় এর সঙ্গে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস কমিটির সম্পাদক অনুপম সাঁই ও পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি রবি যাদব।
তরুণ রায় বলেন গণধর্ষণের ঘটনা সামনে আসার পর প্রমাণিত হলো এই রাজ্যে নারীদের নিরাপত্তা তলানিতে এসে ঠেকেছে। আর.জি.কর অভয়া কাণ্ড, কসবা ল'কলেজের ঘটনা থেকে শিক্ষা নিলো না এই রাজ্য সরকার। দুর্গাপুরের এই ঘটনা এই রাজ্যের প্রশাসনের মেরুদণ্ডহীনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ,মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলাদের নিরাপত্তায় রাজ্য কোথায় দাড়িয়ে আছে।
/anm-bengali/media/post_attachments/36ef6374-165.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us