কংগ্রেসের বিক্ষোভ

আইনের ছাত্রীকে ধর্ষণ! প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের, পুলিশের সাথে ধস্তাধস্তি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-06-28 5.00.36 PM

নিজস্ব প্রতিনিধিপুর, দুর্গাপুর: কলকাতার আইন কলেজের আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল জাতীয় কংগ্রেস। দুর্গাপুরের কোকওভেন থানার গ্যামন ব্রিজের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ডিভিসি মোড়ের ১৯ নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না। কংগ্রেস কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখায়। পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সাথে চলে বচসা, ধস্তাধস্তি। ১৫ মিনিট ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধের জের যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতাতেই উঠে যায় অবরোধ। দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত  তাদের কঠোর শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি।