বড় খবর! ১ আগস্ট থেকে খড়গপুর হাসপাতালে সিটি স্ক্যান একেবারে ফ্রি! আপনি জানেন তো?

১ আগস্ট থেকে খড়গপুর মহকুমা হাসপাতালে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে সিটি স্ক্যান! স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের বড় ঘোষণা, খুশিতে এলাকাবাসী।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-01 at 12.36.13 PM

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। ১ আগস্ট থেকে খড়গপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা। এতদিন যাঁদের এই জরুরি পরীক্ষা করানোর প্রয়োজনে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হত, এবার তাঁদের সেই সমস্যার সমাধান হল। রোগী ও তাদের পরিবারের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে এই নতুন ব্যবস্থার মাধ্যমে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, এই পরিষেবা রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে শুরু হচ্ছে। খড়গপুর মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই বসানো হয়েছে অত্যাধুনিক ৮০-স্লাইস সিটি স্ক্যান মেশিন।

হাসপাতালের সুপার গৌতম মাইতির কথায়, “এই পরিষেবা না থাকার ফলে অনেক সময়েই আশঙ্কাজনক রোগীদের দ্রুত চিহ্নিত করা যেত না। বাধ্য হয়ে তাঁদের মেদিনীপুরে রেফার করতে হত। এবার সেই ভরসা বাড়ল আমাদের হাসপাতালেই।”

ct scan khargpur

এই পরিষেবা শুধু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য নয়, আউটডোরের রোগীরাও বিনামূল্যে এই সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য দপ্তর। রোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি এতদিন বহু মানুষের নাগালের বাইরে ছিল, এবার সেটাই সহজলভ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য।

সুরক্ষা ডায়াগনস্টিকের চেয়ারম্যান ডাঃ সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "আমরা বহুদিন ধরেই সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছি। রোগীদের সঠিক পরিষেবা দেওয়া এবং মান বজায় রাখাই আমাদের অঙ্গীকার।"

রাজ্যের এই উদ্যোগে খুশি খড়গপুর ও আশপাশের এলাকার মানুষ। অনেকেই বলছেন, আর্থিক দিক থেকে বিপর্যস্ত পরিবারগুলির জন্য এটা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।