New Update
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ফের একবার ট্যুইট করে চরম শোরগোল ফেলে দিলেন তথাগত রায়। তিনি একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে ১ কেজি খাসির মাংস= ৭৫০/- , একটা গোটা মানুষ= ১০০০/-। সঙ্গে তিনি পোস্টে লিখেছেন, "আজকের পশ্চিমবঙ্গে এটি একটি অমোঘ সত্য। সত্যেন দত্ত বেঁচে থাকলে লিখে যেতেন, আমরা বাঙালি বাস করি সেই ভিখারির দেশ বঙ্গে”।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
এরপরেই অনেকেই মনে করছেন এই পোস্টের মধ্যে দিয়ে বাংলিকে খাসির মাংসের সঙ্গে তুলনা করেছেন তথাগত রায়। তথাগত রায়ের এই ট্যুইটকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে।
আজকের পশ্চিমবঙ্গে এটি একটি অমোঘ সত্য। সত্যেন দত্ত বেঁচে থাকলে লিখে যেতেন, “আমরা বাঙালি বাস করি সেই ভিখারির দেশ বঙ্গে”। https://t.co/wyzYLdnYJu
— Tathagata Roy (@tathagata2) June 6, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us