/anm-bengali/media/media_files/pZZhWpJbj7MmferIjHei.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ট্যুইটারে বারবারই সক্রিয় থাকেন তথাগত রায়। শুধু ট্যুইট করা নয়, বিভিন্ন ট্যুইটের যোগ্য উত্তরও দেন তিনি। এবারও এক বিরোধীকে কটাক্ষ করে উত্তর দিয়েছেন তথাগত রায়। আজ সকালে তথাগত রায় ট্যুইট করে বলেন, "ভোটের আগে সিপিএমের মুখে শুনতাম, দিদি-মোদী সেটিং। এখন দেখছি দিদি-মাকু সেটিং ! অন্তত আটটি আসনে সিপিএম (সঙ্গে লেজুড় কংগ্রেস সমেত) নিজে হেরেছে, কিন্তু বিজেপির ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। এর মধ্যে আছে কলকাতা উত্তর, কৃষ্ণনগর, দমদম, শ্রীরামপুর, ইত্যাদি। আরো কত নাটক দেখা বাকি আছে!"
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
এই ট্যুইটের প্রেক্ষিতে জয়ন্ত দত্ত নাম এক ব্যক্তি বলেন, "তৃণমূল খুব খারাপ। নরকে যাওয়া উচিত। যারা সিপিএম, কংগ্রেসকে ভোট দিলেন, তারা বিজেপিকে ভোট দিলেন না কেন? এটা ভাবতে / জানতে চাইবেন না? বিজেপি এত এত ভালো কাজ করেছে। অথচ মানুষ ভোট দিলেন না"। আর তার পরেই তাকেও তার সুরেই উত্তর দিলেন তথাগত রায়। তাকে পাল্টা তিনি লেখেন, "অথচ পদানমন্তী হলেন সেই নরেন্দ মোদী ! 😩😩😩"। তথাগত রায়ের এই কটাক্ষে ভরা ট্যুইট পাল্টা ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
অথচ পদানমন্তী হলেন সেই নরেন্দ মোদী ! 😩😩😩
— Tathagata Roy (@tathagata2) June 6, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us