ভোট চাইতে নয়, সাহস দিতে এলাম— উত্তরবঙ্গে গিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

SIR আবহে উত্তরের মানুষকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট নয়, মানুষের দুশ্চিন্তায় পাশে থাকার বার্তা ও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তোপ।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা:  এসআইআর আবহে উত্তরের মানুষের উদ্দেশে অতঙ্ক না ছড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি ভোট চাইতে আসেননি, মানুষের দুশ্চিন্তার সময়ে তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন। তাঁর কথায়, “ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন।”

Mamata Banerjee

এই সঙ্গে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের মানুষ বারবার বঞ্চিত হচ্ছেন। উত্তরের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, কোনও অন্যায় হলে রাজ্য সরকার পাশে থাকবে। এসআইআর ঘিরে তৈরি হওয়া উদ্বেগের মধ্যেই এই বার্তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।