/anm-bengali/media/media_files/2025/06/06/qeOJIwuipweABpIaRJBU.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ডেবরায় পেট্রোল পাম্পের কাছে শুক্রবার দুপুরে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। রাস্তার মাঝখানে একটি লরি হঠাৎ খারাপ হয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তার পেছনেই থাকা একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে লরিটিকে ধাক্কা মারে। এরপরই শুরু হয় প্রবল বচসা, যা মুহূর্তে রূপ নেয় হাতাহাতিতে।
দুই পক্ষের গণ্ডগোল থামাতে গিয়ে ঘটনাস্থলে আসেন এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, তিনি গণ্ডগোল মেটানোর চেষ্টা করতে গেলে উল্টে তাঁকেই মারধর করা হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডেবরা বাজার এলাকায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার ট্রাফিক বিভাগের পুলিশ। পুলিশের হস্তক্ষেপে চারজনকে আটক করা হয় এবং দুটি গাড়িকেও জব্দ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/02/19/CfG7Lg7PYPyALFfOUGku.jpg)
স্থানীয়দের অভিযোগ, রাস্তাঘাটে আইন-শৃঙ্খলা রক্ষা করতে যাঁরা সদা প্রস্তুত, তাঁরাই যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—দিনদুপুরে শহরের বাজার এলাকায় পুলিশের সামনে এমন ঘটনা ঘটে গেলে, সিভিকদের নিরাপত্তা কে দেবে? আরও বড় বিপদ কি অপেক্ষা করছে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us