/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সীমান্তবর্তী জেলাগুলিকে ঘিরে নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জেলা শাসক (DM) এবং পুলিশ সুপার (SP)-দের উদ্দেশ্যে নির্দেশ দেন, সীমান্ত এলাকাগুলিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, "সীমান্তে সজাগ থাকতে হবে, নিজের এলাকায় সবাইকে সতর্ক থাকতে হবে।"
/anm-bengali/media/media_files/1000069635.jpg)
তিনি আরও বলেন, বাইরে থেকে কেউ যেন এসে ওইসব এলাকায় আশ্রয় নিতে না পারে, সেই বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারি রাখতে হবে। সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "অজানা কাউকে কোনো ব্যক্তিগত নথি দেবেন না।" সীমান্তবর্তী জেলার প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে তিনি বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিহার ও আসাম থেকে প্রচুর লোক ঢুকছে।
এই নির্দেশের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us