‘না ঘর কা, না ঘাট কা!’ ফারাক্কা ব্যারেজে কেন্দ্রীয় ব্যর্থতা নিয়ে ফুঁসলেন মমতা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1


নিজস্ব সংবাদদাতা: ফারাক্কা বাঁধ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তির সময় বাংলাকে ৭০০ কোটি টাকা দেওয়ার কথা ছিল। সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়া, এবং রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। কিন্তু এতদিনেও বাংলা সেই অর্থের একটিও পায়নি।

mamata

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, আগে ফারাক্কা ব্যারেজের উন্নয়নের দায়িত্ব ছিল ১৮০ কিলোমিটার পর্যন্ত, যা এখন কমিয়ে ২০ কিলোমিটার করে দেওয়া হয়েছে। তাঁর মতে, বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থা এমন যে “না ঘর কা, না ঘাট কা”— কারো পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না।