/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকার এক দম্পতিকে ভুলবশত বাংলাদেশি ভেবে BSF জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়, এমনই বিস্ময়কর অভিযোগ উঠেছে। তবে তাঁরা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হওয়ার পর, গতকাল রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এই দম্পতির নাম ফজের মণ্ডল ও তাঁর স্ত্রী তসলিমা, যাঁরা পশ্চিমবঙ্গের হরিহরপুর গ্রামের বাসিন্দা এবং কাজের সূত্রে মুম্বইতে থাকতেন।
ঘটনার শুরু ১০ জুন, যখন মুম্বই পুলিশ তাঁদের বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেপ্তার করে। অভিযোগ, পরে তাঁদের পশ্চিমবঙ্গে এনে ১৪ জুন রায়গঞ্জের কয়লাডাঙি সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) আটক করে।
পরিবারের সদস্যরা এই ঘটনার পর তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের শরণাপন্ন হন। তাঁর হস্তক্ষেপেই বিষয়টি গুরুত্ব পায়। অবশেষে, গতকাল রাতে ভারতীয় বলে নিশ্চিত হওয়ার পর ওই দম্পতিকে আবার রায়গঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়।
এই ঘটনা ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে কীভাবে একজন ভারতীয় নাগরিককে প্রমাণ ছাড়া বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল — তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us